রাতের রাস্তায় চালকদের জন্য চা-বিস্কুট নিয়ে হাজির পুলিশ

Passenger Voice    |    ১০:৪৯ এএম, ২০২০-১২-২২


রাতের রাস্তায় চালকদের জন্য চা-বিস্কুট নিয়ে হাজির পুলিশ

রাতেরবেলা যানবাহনচালকদের ঘুম তাড়াতে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন পুলিশের কয়েকজন সদস্য। ঢুলুঢুলু চোখে যানবাহন চালানো বন্ধ করতে নৈশকোচ ও ট্রাকচালকদের জন্য চা-বিস্কুটের ব্যবস্থা করেছেন তাঁরা।  চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে রাতেরবেলা তাদের দেখা মিলছে।

জানা গেছে, চালকদের চোখে-মুখে পানি দেওয়ার ব্যবস্থাও করছেন পুলিশের সদস্যরা। এর পাশাপাশি চালকদের সঙ্গে কিছুটা সময় কথা বলে ঘুম তাড়ানোর সঙ্গে সঙ্গে সচেতনতামূলক পরামর্শও দিচ্ছেন।

‘রিফ্রেশমেন্ট কর্নার’ নামে ব্যতিক্রমী এই সেবা চালু করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনীয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন। মাসখানেক ধরে এ ধরনের কাজ করে যাচ্ছেন তিনি।

তবে বিষয়টিকে শুরুতে সন্দেহের চোখে দেখেছেন চালকরা। অনেকেই মনে করছেন, পুলিশের চাঁদাবাজির নতুন কৌশল এই চা-বিস্কুট খাওয়ানোর বিষয়টি। যদিও দেরিতে হলেও তাদের সেই ভুল ভাঙছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের কর্মকাণ্ড তুলে ধরে অন্যদের সচেতন ও ভালো কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

গত রাতে তিনি এক পোস্টে নিজেদের কর্মকাণ্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, চালকদের সঙ্গে কিভাবে কথা বলে সচেতন করার পাশাপাশি তাদের চা-বিস্কুট খাইয়ে মুখ ধোয়ার জন্য মগভর্তি পানি এগিয়ে দিচ্ছেন।

ওই পোস্টে আনোয়ার হোসেন লিখেছেন, রাত্রিবেলা চালকদেরকে চা খাওয়ানোর আড়ালে আমরা নাকি প্রকৃতপক্ষে ঘুষের লেনদেন করার উদ্দেশ্যেই  রাস্তায় নামি। নানা ছলচাতুরীর আড়ালে তাদের কাছ থেকে হাতিয়ে নিই মোটা অঙ্কের অর্থ! 

তিনি আরো বলেন, কথা একেবারে মিথ্যাও নয়। ঘুষ হিসেবে টাকা না নিলেও মহামূল্যবান ঘুষ হিসেবে আমরা গ্রহণ করি চালক ভাইদের টুকরো টুকরো হাসি আর নিখাদ ভালোবাসা।